
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ১৫ রান বাঁচিয়ে দলকে জয় এনে দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা পেসার যশ দয়াল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে দু’রানে জয় নিশ্চিত করেন তিনি। গত আইপিএলের পর ফের একবার শেষ ওভারে ফিনিশার মহেন্দ্র সিং ধোনির গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
ম্যাচজয়ী পারফরম্যান্সের পর যশের বাবা চন্দ্রপাল দয়াল কৃতজ্ঞতা জানিয়েছেন বিরাট কোহলিকে। তিনি জানান, ‘আরসিবি-তে যোগ দেওয়ার পর থেকেই বিরাট ওকে প্রচুর মানসিক সাপোর্ট দিয়েছে। ওর ওপর কোনও চাপ না দিয়ে বরং নিজের মত খেলতে দিয়েছে। ওকে বলেছে, ঝড় তুলে দে, আমি তোর সঙ্গে আছি। চিন্তা করিস না, শুধু পরিশ্রম করে যা। ভুল কর, কিন্তু সেখান থেকে শিখে এগিয়ে যা’।
চন্দ্রপাল আরও জানান, ‘বিরাট ওকে প্রায়ই নিজের ঘরে ডাকত, কখনও আবার নিজে যশের ঘরে চলে যেত। ২০২৩ সালের সেই কঠিন সময়ের ওভার নিয়েও ওরা কথা বলেছে। এইভাবে যশের আত্মবিশ্বাস বাড়িয়েছে বিরাট’।
আরসিবি যশ দয়ালকে ২০২৪ মরশুমে ৫ কোটি টাকায় দলে নিয়েছিল। সেই ভরসা সম্পূর্ণভাবে ফিরিয়ে দিয়েছেন যশ। প্লে-অফে ওঠার ম্যাচে শেষ ওভারে ১৫ রান ডিফেন্ড করে দলকে জয় এনে দিয়েছেন। ২৫ ম্যাচে ২৫ উইকেট নিয়ে বর্তমানে আরসিবির নির্ভরযোগ্য ম্যাচ উইনার হয়ে উঠেছেন তিনি।